১ জুন দিল্লিতে বৈঠকের ডাক ইন্ডিয়া জোটের

মাত্র এক দফা ভোট গ্রহণ বাকি। শাসক ও বিরোধী জোটের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যায়ে এসেই হঠাৎ বৈঠকের ডাক ইন্ডিয়া জোটের। জানা গিয়েছে, আগামী ১ জুন দিল্লিতে বৈঠক হবে। জোটের সমস্ত শরিকি দলকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। এদিকে আবার ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। কেন্দ্রের মসনদ কোন দল দখল করতে পারল, তা জানা যাবে সেই দিনই। একদিকে যেমন রয়েছে এনডিএ, অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, জোটের ভবিষ্যৎ কী, তা স্থির করতেই এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা নির্বাচনে জোটের পারফরম্যান্স, তা পর্যালোচনা করেই ইন্ডিয়া জোটের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা স্থির করা হবে এই বৈঠকে।

প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেলে ফেরার ঠিক আগেরদিনই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আবগারী নীতি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েই ভোটের মাঝে জেল থেকে বের হন কেজরি, ইন্ডিয়া জোটের হয়ে প্রচার চালান বিভিন্ন রাজ্যে। ২ জুন তাঁর জামিনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেরদিনই বৈঠক ইন্ডিয়া জোটের। রাহুল গান্ধি থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ জোট শরিক সমস্ত নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে অংশ নেবেন কি না, তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + twenty =