ইন্ডোর থেকেই সর্বদল বৈঠকের দাবি চাকরিহারাদের

রবিবার শহিদ মিনারের পাদদেশ থেকে রাজনৈতিক দলগুলিকে হুঁশিয়ারি দিয়েছিলেন চাকরিহারাদের একাংশ। যেখানে তাঁরা স্পষ্ট জানিয়েছিলেন, তাঁদের জন্য রাস্তা বের না করলে লাশের ওপর বিধানসভা ভোট হবে। তার রেশ রইল সোমবার নেতাজি ইনডোরেও। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সর্বদল বৈঠকের দাবি তুললেন তাঁরা। সব রাজনৈতিক দল মিলে যাতে এই সমস্যার সমাধান বের করেন, এই আর্জি তাঁদের।

এদিন চাকরিহারাদের একাংশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, তাঁরা অপরাধী নন তাই অপরাধের দায়ও নেবেন না। আর তাঁদের সমস্যার সমাধান শুধু রাজ্য সরকার বা শাসক দলকেই নয়, সব রাজনৈতিক দলগুলিকে একজোট হয়ে করতে হবে। সেই কারণেই সর্বদল বৈঠকের দাবি জানিয়েছেন চাকরিহারারা। নেতাজি ইনডোরের সভামঞ্চ থেকে তাঁদের আহ্বান, সত্যিই যদি সকলে যোগ্য চাকরিহারাদের প্রতি সহমর্মী হন তাহলে সর্বদল বৈঠক ডাকুন। তাঁরা কী বলতে চাইছেন, কীভাবে পাশে থাকতে চাইছেন, সেটাও দেখার বিষয় হবে।

বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা আদতে কী, সেই নিয়ে কার্যত প্রশ্নও তুলেছেন চাকরিহারারা। সোমবার ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়েই এক চাকরিহারা বলেন, ‘আমরা যখন এমন অসহায় অবস্থায় পড়লাম তখন থেকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এবং সেইসব আইনজীবীরা যারা আমাদের চাকরি যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন তাঁরা হা-হুতাশ করতে শুরু করলেন। তাঁরাও বলছেন আমাদের প্রতি অবিচার হয়েছে। আদতে তাঁরা সহমর্মী নাকি আমাদের হতাশা নিয়ে মার্কেটিং করছেন, তা জানতেই সর্বদল বৈঠক চাইছি।’ তাঁদের সাফ কথা, প্রত্যেকেই বলছে তাঁরা সুপ্রিম কোর্টের রায় মানতে পারছেন না। যোগ্যদের সঙ্গে অন্যায় হয়েছে। অর্থাৎ, এক কথায় তাঁরাও রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে এই ইস্যুতে একজোট হয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাই তাঁরা চান, সকলে একসঙ্গে এই সমস্যা সমাধানের চেষ্টা করুক। এর পাশাপাশি আরও একাধিক দাবি রয়েছে চাকরিহারাদের। মূল দাবি, তাঁরা নতুন করে পরীক্ষা দেবেন না। পাশাপাশি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিতে হবে। শীর্ষ আদালতের রায়ে, সিবিআইয়ের নথিতে যোগ্য এবং অযোগ্যের তালিকা আলাদা রয়েছে। পরিষ্কার তালিকা নিয়ে রিভিউ প্রক্রিয়া করতে হবে। পুনর্বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তা না হওয়া পর্যন্ত কাউকে বরখাস্তের চিঠি দেওয়া যাবে না। একই সঙ্গে,  রায় দান করা বিচারপতির বেঞ্চে রিভিউ পিটিশন দাখিল করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 16 =