মৃত্যুদণ্ড না দিয়ে বিচারক ঠিকই করেছেনঃ বিকাশরঞ্জন

আরজি কর কাণ্ডে সঞ্জয় রাইয়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক এমনই দাবি করা হয়েছিল সিবিআইএর তরফে। এরপর সোমবার তিলোত্তমাকাণ্ডে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত। এ প্রসঙ্গেই  বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, মৃত্যুদণ্ড না দিয়ে বিচারক ঠিকই করেছেন বলে আমার মনে হয়।

উল্লেখ্য, শনিবার তিলোত্তমার ঘটনায় সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর সোমবার তার সাজা শোনায়। অপরাধীর আইনজীবীরা তার মৃত্যদণ্ড ঠেকাতে উঠেপড়েও লেগেছিলেন। অন্যদিকে, সিবিআই প্রথম থেকেই সওয়াল করছিল যাতে সঞ্জয়কে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। অপরদিকে, নাগরিক সমাজের একাংশ চাইছিল দোষী সঞ্জয়ের যাতে ফাঁসি হয়। এমনকী, শনিবার বিভিন্ন জায়গায় প্রতীকী ফাঁসি মঞ্চ বানানো হয়। তবে দেখা গেল সোমবার বিচারক অনির্বাণ দাস দোষী সঞ্জয় রাইকে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন।

তবে আইনজীবী বিকাশ ভট্টাচার্যর মত, বিচারক ঠিকই সাজা দিয়েছে। তিনি বলেন, ‘স্বাভাবিক রায়। বিচারপতি যাবজ্জীবন দিয়েছেন। এটা যথেষ্ঠ কঠিণ সাজা। মৃত্যুদণ্ড না দিয়ে ঠিকই করেছেন বলে আমার মনে হয়। প্রথমত, মৃত্যুদণ্ড থাকাই উচিৎ নয়। বিচারক সমস্ত তথ্য প্রমাণ ঘেটে এই রায় দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =