কিং মেকার কোনও রাজনৈতিক নেতা নয়, সাধারণ মানুষঃ অভিষেক

‘এজেন্সি, কমিশনকে ও কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বুলডোজ করেছে বিজেপি। ভোটের ফল বিজেপিকে শিক্ষ দিয়েছে।’ ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লিতে যাওয়ার আগে এমনই মন্তব্য করতে শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। বুধবার দিল্লি যাওয়ার পথে অভিষেক জানান, ‘বিজেপি নেতারা বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলার হুমকি দিয়েছিলেন। এখন দেখুন এনডিএ সরকার টিকবে কিনা। একজন সাধারণ মানুষের শক্তিকে কখনই অবজ্ঞা করা উচিত না। কিং মেকার কোনও রাজনৈতিক নেতা নয়, সাধারণ মানুষ।’

তবে এদিন দিল্লি যাওয়ার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অন্তর থেকে ধন্যবাদ জানান তিনি। সঙ্গে অভিষেকের কটাক্ষ, ‘আমি হাত জোড় করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলব, আপনারা এরকম ভবিষ্যৎবাণী করতে থাকুন। আপ কি বার ২০০ পার করে, তো আমরা ২০০ পার করলাম, আপনারা বলবেন ৩০ টা সিট জিতবেন, তো আমরা ২৯ সিটে জিতে এলাম।’

উল্লেখ্যে, বঙ্গ বারবার যখন মোদি-শাহ এসেছেন, তখন ৩০টাই গণ্ডি বেঁধে দিয়েছেন। আর দেশে চারশো পার করার শপথ নিয়ে এগোচ্ছিলেন তাঁরা। ফল বলছে অন্য কথা। বাংলার ১২ টা আসন পেয়েছে বিজেপি। অর্থাৎ ২০১৯এ-র  থেকেও আসন কমেছে বিজেপির। আর সেই বিষয়টিকেই কটাক্ষ করেন অভিষেক।

কিন্তু কে হতে চলেছে কিং মেকার বা কিই বা  স্ট্র্যাটেজি চলেছে সে সব প্রশ্ন সুকৌশলে এদিন এড়িয়ে যেতে দেখা যায় অভিষেককে। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আগে যাই, সবাই সমবেত হোক।’ এরই রেশ ধরে তিনি এও বলেন, ‘কেউ তামিলনাড়ু থেকে আসছেন, কেউ বিহার থেকে, কেউ কর্ণাটক, কেউ মধ্যপ্রদেশ, কেউ গুজরাত, পঞ্জাব থেকে আসছেন। সবাই বৈঠকে বসলে, তবেই কিছু বলতে পারব।  কেউ ২টো সিট জিতেছেন, সেও যাচ্ছেন, কেউ ৩৭ সিট জিতেছেন, তিনি যাচ্ছেন, আমরা ২৯ সিট জিতেছি, আমরাও যাচ্ছি।’ আর নির্ণায়ক শক্তি প্রসঙ্গে অভিষেক বলেন, ‘কেউ কিং  মেকার নেই। কেউ যদি কিং মেকার হয়ে থাকেন, তিনি হলেন জনতা।’

একইসঙ্গে এও জানান, ‘আমাদের কী পরিকল্পনা আছে, এতো তাড়াতাড়ি বলা সম্ভব নয়। যারা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোট দিয়েছেন, বিজেপির অত্যাচার, সাম্প্রদায়িক ও বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাঁরাই প্রকৃত কিং মেকার। বিজেপির কোনও ভবিষ্যদ্বাণী কাজ করেনি।’ উত্তরপ্রদেশে ফলাফল প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, ‘বিজেপির বিরুদ্ধে জনগণের ক্ষোভ এই ফল। বিজেপি রামমন্দিরকে একটি অ্যাজেন্ডাকে সামনে রেখে দাবি করেছে, ভগবানকে মন্দিরের ভিতরে নিয়ে এসেছেন। এটা কীভাবে বলতে পারে?’ অযোধ্যা বিজেপিকে পরাজিত করেছে। সবশেষে অভিষেক বলেন, ‘প্রভু রাম আয়ে তো ইনসাফ আয়া।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 2 =