পরিবেশরক্ষায় জোর দিতে এবার পাড়ায়-পাড়ায় প্রশিক্ষণ দিয়ে পরিবেশ-বান্ধব বাহিনী তৈরি করবে কলকাতা পুরসভা, এমনটাই খবর কলকাতা পুরসভা সূত্রে। এই বাহিনীতে যোগদানের জন্যে বিজ্ঞান শাখায় পড়াশোনা করে উচ্চমাধ্যমিক পাশ করেছেন, এমন ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তবে কলা ও বাণিজ্য শাখার পড়ুয়ারাও বাহিনীতে যোগদানের জন্যে আবেদন জানাতে পারবেন। তবে সেক্ষেত্রে তাঁদের স্নাতক হতে হবে। আন্তর্জাতিক স্তরে পরিবেশ দূষণ রোধে কাজ করেছেন, এমন বিশেষজ্ঞরাই এই বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেবেন। এরই পাশাপাশি এও জানানো হয়েছে, এক মাস ধরে সপ্তাহে দু’দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হবে।
তবে কলকাতা পুরসভার তরফ থেকে এও জানানো হয়েছে পরিবেশ-বান্ধব বাহিনীর কর্মীরা কোনও পারিশ্রমিক পাবেন না। এই কাজে ইচ্ছুক তরুণ-তরুণীদের নামের তালিকা কাউন্সিলাররা পুরসভার পরিবেশ বিভাগের কাছে পাঠাতে পারবেন বলে জানিয়েছেন মেয়র পারিষদ। পাড়ার কোথাও গাছ কেটে ফেলা হলে, অহেতুক বর্জ্য পোড়ানো হলে, জলাশয় বোজানোর মতো পরিবেশ-বিরোধী কাজ হলে বাহিনীর কর্মীরা তা বন্ধে পদক্ষেপ করবেন। এরই পাশাপাশি তাঁরা পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের রিপোর্ট করবেন। সেই রিপোর্টের ভিত্তিতে পরিবেশ বিভাগের আধিকারিকরা পরিবেশ আইন লংঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।