ওয়ার্ড ধরে পুরকর্মীদের শারীরিক হাল জানতে চায় কলকাতা পুরসভা

 

এবার ওয়ার্ড ধরে পুরকর্মীদের শারীরিক হাল জানতে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, ‘শহরকে আর্বজনামুক্ত রাখতে প্রচুর সংখ্যক মানুষ কাজ করেন। যাঁরা বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের পাশাপাশি ফের ব্যবহারের উপযোগী করে তোলার জন্য সে সব ধাপায় নিয়ে যান ওই কর্মীরা। কিন্তু এই ভাবে নিয়মিত বর্জ্য ঘাঁটার ফলে তাঁদের কোনও সমস্যা হচ্ছে কি না বা কোনও রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কি রয়েছে মূলত এ সবই সমীক্ষায় দেখা হবে।

পুরসভা সূত্রের খবর, সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেল্‌থকে। কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে এখন ৫০ থেকে ৮০ জন কর্মী রয়েছেন বর্জ্য সংগ্রহের জন্য। প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ডের পাঁচ জন কর্মীর উপর ওই সমীক্ষা চালানো হবে। পুরকর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের স্বাস্থ্যের অবস্থা জানার পাশাপাশি বেশ কিছু শারীরিক পরীক্ষাও করা হবে।

এই প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ‘বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত পুরকর্মীদের প্রতিদিনই বর্জ্যের গন্ধ সহ্য করতে হয়। যা শরীরের পক্ষে ক্ষতিকর। এই বর্জ্য কতটা ক্ষতি করছে, কী কী অসুখ এর থেকে হয়, সে সবই উঠে আসবে এই সমীক্ষায়। এদিকে বিদেশের সঙ্গে তুলনা করলে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের মাস্ক, গ্লাভ্‌স পরতে দেখা গেলেও এখানে সেই চল তেমন নেই। তা ছাড়া, খুব বড় কোনও শারীরিক সমস্যা না-হলে পুরকর্মীরা সচরাচর চিকিৎসকের কাছে যান না।’

এর পাশাপাশি বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন, ‘নির্দিষ্ট সময়ের পরেই বর্জ্য থেকে নানা ধরনের বিষাক্ত গ্যাস ও রাসায়নিক বেরোয়। এর মধ্যে যেমন রয়েছে মিথেন, তেমনই রয়েছে সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড। এ সব গ্যাস শরীরে ঢুকলে ফুসফুস, লিভারের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রবল। সেই কারণএ অনেক দিন আগেই এই সমীক্ষা হওয়া প্রয়োজন ছিল।’ এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র পারিষদ (কঠিন বর্জ্য ব্যবস্থাপনা) দেবব্রত মজুমদার জানান, ‘সমীক্ষার মাধ্যমে আমরা জানতে চাইছি, বর্জ্য সংগ্রহের কাজে যুক্ত হওয়ার ফলে পুরকর্মীদের স্বাস্থ্যে কী প্রভাব পড়ছে। রিপোর্ট দেখেই বিশেষজ্ঞদের পরামর্শ মতো যাবতীয় পদক্ষেপ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + seven =