শারীরিক অবস্থা নিয়ে আদালতে উদ্বেগ প্রকাশ পার্থর আইনজীবীর

দীর্ঘদিন ধরে চিকিৎসা হলেও পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থার উন্নতি হচ্ছে না। বৃহস্পতিবার আদালতে এমনটাই অভিযোগ আনতে দেখা গেল প্রাক্তন মন্ত্রীর আইনজীবীকে। এদিকে সিবিআইয়ের কাছে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের অগ্রগতি জানতে চাইল আদালত।

প্রায় দুবছর ধরে এই নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন তৎকালীন শিক্ষামন্ত্রী। এই দুর্নীতিতে জড়িত থাকার ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিক্ষামহলের আরও বেশ কয়েকজন হেভিওয়েটকে। বর্তমানে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। বৃহস্পতিবার আদালতে তোলা হয় মন্ত্রীকে। সেখানেই উচ্চ আদালত নিয়োগ দুর্নীতি মামলা শেষ করার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বলে আদালতের নজর কাড়েন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। এর পর সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি জানতে চায় আদালত। বলা হয়, মামলা দ্রুত শেষ করতে হলে তো এখন তদন্ত গোটানোর পর্যায়ে রয়েছে। এ প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী বলেন, তদন্ত গোটানোর পর্যায়ে রয়েছে কিনা তা তদন্তকারী বলতে পারবেন। এরপর বিচারক তদন্তকারী আফিসার কোথায় জানতে চান। সিবিআইয়ের আইনজীবী জানান, আইও আদালতে নেই, কিন্তু কেস ডায়েরিতে তারিখ অনুযায়ী তদন্তের অগ্রগতি নথিভুক্ত রয়েছে। এরপর পার্থর আইনজীবীকে তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়।বলেন, ওঁর চিকিৎসা হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না। তাই বিস্তারিত রিপোর্ট চাওয়ার আবেদন করেন। সওয়াল জবাব শেষে পার্থ চট্টোপাধ্যায়কে ৩ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 4 =