১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল কলকাতার পারদ

শীত জানান দেওয়া সত্যিই শুরু করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এবার ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল কলকাতার পারদ। এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির মতো ঠাণ্ডা অনুভূত হচ্ছে বঙ্গের পশ্চিমাঞ্চলে। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতেও ১২ ডিগ্রি। শ্রীনিকেতনের তাপমাত্রাও নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, রাজ্যজুড়ে আপাতত মনোরম আবহাওয়াই থাকছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা থাকছে। সপ্তাহভর থাকবে এই শীতের আমেজ। তবে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার থেকে পাঁচ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা। একদিন আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৪৪ থেকে ৯৫ শতাংশের আশপাশে। 

এদিকে আবার ফের বঙ্গোপসাগরে জানান দিচ্ছে নিম্নচাপ। ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় আপাতত পড়ছে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপ যাবে তামিলনাড়ুশ্রীলঙ্কা উপকূলের দিকে। তবে এই নিম্নচাপের জেরে আন্দামান ও দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। 

অন্যদিকে কুয়াশার ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলছে দার্জিলিং, উত্তর দিনাজপুরে। সোমবার সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে দার্জিলিং, দুই দিনাজপুর, মালদহতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + thirteen =