সোমবার থেকে শুরু রাজ্য বিধানসভার বাদল অধিবেশন।এদিকে সূত্রে খবর, মণিপুর নিয়ে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব আনতে পারে তৃণমূলের পরিষদীয় দল। অন্তত এমনটাই জানানো গেছে তৃণমূল সূত্রে। কারণ, এখনও উত্তপ্ত মণিপুর। গত তিন মাস ধরে অশান্তি এখনও থামছে না।সংঘর্ষের ঘটনায় ১৬০ জনের প্রাণ গিয়েছে।এদিকে গত দুই মাস আগে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানেোর ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়ও ওঠে।তৃণমূলের পক্ষ থেকেও এই ঘটনায় নিন্দা করে সরব হতে দেখা যায়। ঘটনায় নিজের ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার তা নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার তোড়জোর শুরু করেছে তারা। এই প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। এরপর এই বিষয়ে চূড়ান্ত বলা যাবে। তবে তৃণমূল সূত্রে খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সঙ্কেত পেলে এ নিয়ে নিন্দা প্রস্তাব আনবেন তারা। এর আগে গত ১৯ ও ২০ জুলাই মণিপুরে প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল। তাঁরা সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন, গণ সংগঠন, পাহাড় ও সমতলের বিভিন্ন জনজাতির সঙ্গে কথা বলেছেন। সেখানকার রাজ্যপালের সঙ্গেও দেখা করেন তাঁরা। ফিরে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্টও দেন তাঁরা। তৃণমূল চায় বিজেপি সরকারের ব্যর্থতা নিয়ে নিন্দা প্রস্তাব আনতে। আগামী সোমবার রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে। মঙ্গলবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হতে পারে।
উল্লেখ্য, বিরোধীরা বারবার দাবি করেছে মণিপুরের পরিস্থিতি সামলাতে ব্যর্থ সেখানকার বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকারও সেখানকার পরিস্থিতি সামলাতে ব্যর্থ। এই নিয়ে বিরোধীরা বারবার প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়। এদিকে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর দৃশ্যর ভিডিও প্রকাশ্যে এলে তা নিয়ে নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তবে সংসদে এই নিয়ে মুখ না খোলায় বারবার মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশনও।