ফিরহাদের বক্তব্যে মুখ্যসচিব ও ডিজি-কে নির্দেশ জাতীয় মহিলা কমিশনের

ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে তদন্ত করার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। সূত্রে খবর, এ ব্যাপারে আইনি পদক্ষেপ করার জন্য কমিশন নির্দেশ দিয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, এই তদন্ত শেষে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে।

প্রসঙ্গত, একদিন আগে হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে প্রকাশ্য জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে ফিরহাদের বিরুদ্ধে।যা নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি।

এরপর বৃহস্পতিবার সকালেই ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিধাননগর দক্ষিণ থানার দ্বারস্থ হন বিধাননগরের মণ্ডল সভাপতি সঞ্জয় পয়রা। কিন্তু, পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে দাবি তাঁর। পরবর্তীতে মেইল মারফত অভিযোগ দায়ের হয় বিধাননগর কমিশনারেটে। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ওই বিজেপি নেতা জানান, বাংলায় গণতন্ত্র নেই। আইনের শাসন নেই। শাসকের আইন রয়েছে। তাই অভিযোগ নিতে অস্বীকার করল পুলিশ।’ 

এদিকে ফিরহাদের এই বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন সাফ জানাচ্ছে, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। বেঁধে দেওয়া হয়েছে সময়ও। একদিন আগেই কমিশনের সদস্য অর্চনা মজুমদার স্পষ্ট জানিয়েছিলেন, কমিশন নিজের মতো করে পদক্ষেপ করবে। এবার সরাসরি নির্দেশ এল মুখ্যসচিব ও ডিজির কাছে। এখন দেখার শেষ পর্যন্ত পুলিশ কী পদক্ষেপ করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =