আরজি কর-কাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি। সোমবারই লালবাজারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং অন্য শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এরপর মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন তাঁরা।
জাতীয় মহিলা কমিশনের তরফে সাংবাদিকদের জানানো হয়, ‘আরজি কর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। স্টুডেন্টদের সঙ্গেও কথা হয়। অথরিটির তরফে কিছুটা সময় চাওয়া হয় দাবি পূরণের জন্য। ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে। পুলিশের কাছ থেকে সোমবারই রিপোর্ট আমরা পেয়েছি। সিকিউরিটির ঘাটতি আছে। ওঁনারা সেটা ঠিক করছেন।’
জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে আরও বলা হয়, ‘পুলিশকে কিছুটা সময় দিন, পুলিশ তদন্ত করছে। ‘তদন্ত প্রক্রিয়ায়’ সময় লাগে। আমরা পুলিশকে অনুরোধ করেছি, এটাকে স্পর্শকাতর ঘটনা হিসেবে দেখার জন্য। বিরলতম ঘটনা হিসেবে পুলিশ এটা দেখবে বলে আশ্বাস দিয়েছে।’ এরই পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এও জানানো হয়, ‘সাংবাদিক বৈঠকে প্রিন্সিপাল ‘ভিকটিমের’ নাম বলেছিলেন, এই বিষয়ে আমরা কড়া ব্যবস্থা নেব।’