বিজেপিতে যোগদানের কথা ওড়ালেন সব্যাসাচী

বর্ষীয়ান নেতা তাপস রায় তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন গত সোমবারই। এরপর বুধবার তাঁকে যোগ দিতে দেখা গেল বিজেপিতে। এদিকে বঙ্গ রাজনীতিতে বুধবার দিনভর কানাঘুষো শোনা যেতে থাকে ফের ফুল বদল করতে চলেছেন নাকি সব্যসাচী দত্ত। জোড়াফুল ছেড়ে পদ্মফুলের পথে পা বাড়াচ্ছেন সব্যসাচী এমনই গুঞ্জন শোনা  যেতে থাকে বঙ্গ রাজনীতিতে। তবে বুধবার বিকেলেই তৃণমূল নেতা সব্যসাচী এই গুঞ্জনকে ‘ডাহা মিথ্যে’ বলে দাবি করেন। সঙ্গে সব্যসাচী এও জানান, ‘এটা আমার চরিত্রহননের চেষ্টা। রাজনৈতিক স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। ডাহা মিথ্যে কথা বলা হচ্ছে। আমি কোথাও যাচ্ছি না।’

এদিকে বুধবার দিনভর কানাঘুষো শোনা যাচ্ছিল ‘অগ্রজ’ তাপস রায়ের পথ ধরেই বিজেপিতে  নাম লেখাতে পারেন সব্যসাচী। এমনকি এও শোনা যাচ্ছিল ইতিমধ্যেই গেরুয়া শিবিরের সঙ্গে নাকি একপ্রস্ত কথাবার্তাও হয়েছে তাঁর। বিজেপিতে নাম লেখালে কোন শর্তে যাবেন সব্যসাচী তা নিয়েও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছিল গেরুয়া শিবিরের সঙ্গে। এও শোনা যাচ্ছিল, বিজেপির তরফে সব্যসাচীকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দমদম বা বারাসত কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাঁকে। তবে দিনের শেষে এই সমস্ত জল্পনায় জল ঢালেন বিধাননগরের তৃণমূলের এই হেভিওয়েট নেতা। স্পষ্ট জানিয়ে দেন, শিবির বদলাচ্ছেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eleven =