স্পর্শকাতর বুথের সংখ্যা এক লাফে ১৮৯ থেকে বেড়ে দাঁড়াল ১০ হাজারে। এর আগে রাজ্য মাত্র ১৮৯টি বুথ স্পর্শকাতর বলে এর আগে কলকাতা হাইকোর্টে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। যদিও কলকাতা হাইকোর্টে জমা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গোটা রাজ্যে প্রায় ১০ হাজার বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করছে কমিশন । অর্থাৎ এবার পঞ্চায়েত নির্বাচনে ১০ হাজারের কাছাকাছি বুথ স্পর্শকাতর। এই সমস্ত স্পর্শকাতর বুথের তালিকা আদালতে জমা দিয়েছে কমিশন। এদিন যে তালিকা জমা পড়েছে তাতে কমিশনের হিসেবে স্পর্শকাতর বুথের তালিকায় দক্ষিণ ২৪ পরগনা অনেক পিছনে। দক্ষিণ ২৪ পরগনায় ৮ শতাংশ বুথ স্পর্শকাতর বলে দাবি করা হয়েছে। মুর্শিদাবাদ জেলায় ১০ শতাংশ বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে কমিশন। কোর্টে এই সমস্ত স্পর্শকাতর বুথের তালিকা জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে এখনও জেলা ভিত্তিক স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা কমিশনের কাছে আসা বাকি। আদালতে কমিশন প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে বলেই সূত্রের খবর। এ বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসারদের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। এর আগেও জেলাগুলিকে স্পর্শকাতর বুথ ও এলাকা জানতে চেয়েছিল কমিশন। সেবার ১০ শতাংশ করে এলাকার নাম চাওয়া হয়েছিল। রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের নির্বাচন কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছিল আদালত।