সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ করতে হবে বৃহস্পতিবার এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। এর পাশাপাশি এ ব্যাপারে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে অবিলম্বে নোটিস জারি করারও নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে–র ডিভিশন বেঞ্চ।তবে আদালতের এই রায়ে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই প্রসঙ্গে তৃণাঙ্কুর জানান, তিনি এ ব্যাপারে সম্পূর্ণ ভাবে অবগত নন। তবে তাঁর ব্যক্তিগত ভাবে মনে হয়, ইউনিয়ন রুমটা কোনও রাজনৈতিক দলের নয়, সাধারণ ছাত্রছাত্রীদের। বিভিন্ন সমস্যার সমাধান হয় সেখানে। একটা কলেজে ঘটেছে মানে গোটা রাজ্যের প্রতিটি ইউনিউন রুমে হচ্ছে তা ঠিক নয়।
এর পাশাপাশি এদিন আদালত এও জানায়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন না হওয়া পর্যন্ত কোথাও ইউনিয়ন রুম খোলা যাবে না। এই প্রসঙ্গে তৃণাঙ্কুরের প্রতিক্রিয়া, ‘আদালতের এই রায়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কোনও প্রভাব পড়বে না। কারণ, ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে আছে, ইউনিয়ন রুম খোলা থাকল কিনা, তাতে কিছু যায় আসে না।’
এদিকে আগামী ৭ জুলাই মামলার পরবর্তী শুনানি। আর এখানেই তৃণাঙ্কুর আশা করছেন, সেদিন আদালত যাতে এমন কোনও সিদ্ধান্ত না নেয় যা ছাত্র বিরোধী হয়।