এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বসলেন আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর বাবা–মা। প্রতিবাদ আন্দোলন ঘিরে পুলিশি ভূমিকার সমালোচনা করে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললেন নির্যাতিতা ডাক্তারী ছাত্রীর বাবা–মা।
নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন। রাস্তায় নেমে আন্দোলন করছেন। বলছেন বিচার চাই। আবার তিনি আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন। উনি কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন? উনি কেন দ্বিচারিতা করছেন? যারা মুক্তকণ্ঠে এই ঘটনার প্রতিবাদ করছেন, মুখ্যমন্ত্রী তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন।’
এদিকে, নির্যাতিতা ছাত্রীর মা বলেন, ‘আমরা রাজ্য ও দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই। আমরা তাদের সঙ্গে সবসময় আছি। যারা এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী নিচ্ছেন, তারা সেগুলো নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা, একবার ভাববেন।’