এসএসসি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই রায়ের পর কপালে ভাঁজ শরীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীদের। কারণ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার জন্য এখনও পর্যন্ত চাকরিতে নিয়োগপত্র পাচ্ছেন না তাঁরা। সেই কারণেই সোমবার নবান্ন অভিযানে সামিল হন চাকরিপ্রার্থীরা। তবে তাঁদেরকে আটক করে পুলিশ।
এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি রয়েছে। তার আগেই নবান্ন অভিযান করেছিলেন শরীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা। তাঁরা বলছেন, ২৬ হাজার চাকরিহারাদের মতোই তাঁদের ব্যক্তিগত পারিবারিক জীবন বিপন্ন হয়ে পড়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত পদক্ষেপ নিয়ে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের এই চাকরিপ্রার্থীদের সমস্যার সুরাহা করুন, এই দাবি সামনে রেখে নবান্ন অভিযান করে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগের এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ। আন্দোলনকারীদের দাবি ছিল, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং সুনির্দিষ্টভাবে নিজেদের দাবিদাওয়া জানাবেন। কিন্তু তাঁদের মিছিল শুরু হওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যেই নবান্নের বেশ কিছুটা আগে ব্রিজের পাশের রাস্তায় তাঁদের আটকে দেয় পুলিশ। মিছিলের কোনও অনুমতি না থাকায় তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।
এদিকে বিক্ষোভকারীদের তরফ থেকে জানানো হয়, শরীর শিক্ষা ও কর্মশিক্ষা এই দুই বিভাগে কোনও দুর্নীতির অভিযোগ নেই। তা সত্ত্বেও চাকরির নিয়োগপত্র নিয়ে সমস্যার সমাধান হচ্ছে না দীর্ঘদিন। এবার তাঁরা এর সুরাহা চান। অবিলম্বে যাতে এ ব্যাপারে রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ করে, সেই আর্জি করেন তাঁরা।