দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের, অস্বস্তিতে মধ্যবিত্ত

মার্চ মাসের শুরুতেই দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। তবে গৃহস্থে ঘরে ব্যবহৃত ১৪ কেজির গ্যাসের দামে কোনও বদল হয়নি।

এদিকে গত মাস অর্থাৎ ১লা ফেব্রুয়ারি বাজেটের আগেই এক ধাক্কায় অনেকটাই কমে বাণিজ্যিক গ্যাসের দাম। এর ঠিক উল্টো ছবি ধরা পড়ল নয়া মাস শুরু হতে না হতেই। এক ধাক্কায় ৬ টাকা দাম বাড়াল সংস্থাগুলি। ১লা মার্চ থেকেই বর্ধিত এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, গত মাস অর্থাৎ ১ ফেব্রুয়ারিতে তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম ৭ টাকা কমিয়েছিল। আগামী অর্থবছরের জন্য গত মাসে বাজেট পেশ করেন নির্মলা সীতারমণ। তার আগেই গ্যাসের দাম কমানোর ঘোষণা করা হয়।

শনিবারের গ্যাসের মূল্যবৃ্দ্ধির জেরে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম  বেড়ে হল ১৯১৩ টাকা। গত মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে এর দাম ছিল ১৯০৭ টাকা। মুম্বইতে এর দাম হয়েছে ১৭৫৫.৫০ টাকা, যেখানে ফেব্রুয়ারিতে দাম ছিল ১৭৪৯.৫০ টাকা এবং জানুয়ারিতে দেশের এই মেট্রো শহরে দাম ছিল ১৭৫৬ টাকা। অন্যান্য মেট্রো শহরেও একই ভাবে দাম বেড়েছে।

প্রত্যেক গৃহস্থের বাড়িতেই ১৪ কেজির রান্নার গ্যাস ব্যবহৃত হয়। সেই দামে এবারও কোনও বদল হয়নি। দিল্লিতে ডোমেস্টিক গ্যাসের দাম ৮০৩ টাকা, কলকাতায় দাম ৮২৯ টাকা , মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =