আন্তর্জাতিক বাজারে বাড়ল কাঁচা জ্বালানির দাম। যা প্রভাব ফেলেছে ভারতীয় বাজারেও। দেশের একাধিক শহরে বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। এদিন বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮৩ ডলার ছাড়িয়ে গিয়েছে। যার প্রভাব দেখা গিয়েছে সরকারি সংস্থার তরফে প্রকাশিত পেট্রল এবং ডিজেলের খুচরো দামেও। অনেক শহরে জ্বালানি তেলের দাম বেড়েছে, আবার কিছু জায়গায় দাম কমেছে। সরকারি তেল সংস্থাগুলির দেওয়া তথ্য মোতাবেক, দেশের মেট্রো শহরগুলোতে জ্বালানির দামে কোনও পরিবর্তন আসেনি। কিন্তু নয়ডা, গুরগাঁও, জয়পুরের মতো শহরে জ্বালানির দামে বদল এসেছে। যেমন গুরগাঁওতে পেট্রলের দাম ২৯ পয়সা বেড়ে লিটার প্রতি বিক্রি হচ্ছে ৯৭ টাকায়। আবার একই ভাবে ডিজেলও এখানে ২৯ পয়সা বেড়ে ৮৯.৮৮ টাকা লিটার প্রতি দরে বিক্রি হচ্ছে। রাজস্থানের জয়পুরে পেট্রলের দাম 16 পয়সা কমে ১০৮.৪৫ টাকা প্রতি লিটার এবং ডিজেল ১৪ পয়সা কমে ৯৩.৬৯ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।
দেশের চার মেট্রো শহরে জ্বালানির দাম-
নয়াদিল্লি: নয়াদিল্লিতে মেট্রো শহরের মধ্যে জ্বালানির দাম তুলনামূলক সবচেয়ে কম। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ৯৬.৬৫ টাকা।অন্যদিকে, লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ৮৯.৮২ টাকা দরে।
মুম্বই: জ্বালানির দামের নিরিখে সবথেকে এগিয়ে মুম্বই। এই শহরে জ্বালানির দাম মেট্রো শহরের মধ্যে সবচেয়ে চড়া। মুম্বইতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ১০৬.৩১ টাকা এবং ডিজেল প্রতি লিটার বিকোচ্ছে ৯৪.২৭ টাকা দরে।
কলকাতা: জ্বালানির দামের নিরিখে কলকাতাও খুব একটা পিছিয়ে নেই। কলকাতায় পেট্রলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা।
চেন্নাই: চেন্নাইতেও জ্বালানির দাম চড়া। এখানে পেট্রলের দাম লিটার প্রতি ১০২.৬ এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৪.২৪ টাকায়।