আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্তে বাড়তে চলেছে আলুর দাম

সারা রাজ্যে কর্ম বিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এদিকে রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। যার জেরে সীমান্তে গিয়ে আটকে যাচ্ছে আলু বোঝাই ট্রাক। এরই পালটা মঙ্গলবার থেকে রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল ব্যবসায়ী সমিতি।
এদিকে এই সিদ্ধান্তের জেরে সোমবার রাত থেকে রাজ্যের কোন হিমঘর থেকে কোন আলু নামানো হবে না। বলার অপেক্ষা রাখে না এই ধর্মঘট বাস্তবায়িত হলে রাজ্যে যেমন আলুর সংকট প্রবল আকার নেবে, তেমনি লাফিয়ে বাড়বে আলুর দামও।
উল্লেখ্য, রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই গত ২৩শে নভেম্বর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেখানে ঠিক হয় ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। কিন্তু তারপরেও ৪০ টাকার দোরগোড়ায় পৌঁছে যায় দাম।
আলু ব্যবসায়ীদের অভিযোগ, আলু ব্যবসায়ীদের দাবি, নতুন আলু বাজারে আসার আগে রাজ্যে যে পরিমান আলুর প্রয়োজন তার তুলনায় অনেক বেশি আলু এখনও মজুত রয়েছে হিমঘরগুলিতে। একদিকে ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ। সীমান্তে পাঠানো আলুবোঝাই ট্রাক আটকে দেওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। অন্যদিকে ৩১ ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করার সরকারি নির্দেশ, এই দুইয়ের জাঁতাকলে পড়ে শেষ পর্যন্ত সংরক্ষিত বিপুল পরিমাণ আলু ফেলে দিতে হবে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই আলু রফতানির ক্ষেত্রে রাজ্যের সীমানা শিথিল করার দাবিতে তাঁদের এই কর্মবিরতির পথে হাঁটতে হচ্ছে। প্রসঙ্গত, গত অগস্ট মাসেও আলু ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছিলেন। তার জেরে আলুর সঙ্কট দেখা দিয়েছিল। দামও বেড়েছিল আকাশছোঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =