প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশার সম্বলপুরে প্রাকৃতিক গ্যাস, কয়লা ও বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত শক্তি ক্ষেত্রের উন্নয়নে ৬৮ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগে জাতির উদ্দেশে উৎসর্গ করেন।অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আইআইএম সম্বলপুর মডেল এবং একটি আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এদিনের এই সভা থেকে প্রধানমন্ত্রী বার্তা দেন, শিক্ষা, রেল, সড়ক, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম ক্ষেত্রে প্রায় ৭০ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের আজ সূচনা হচ্ছে। একইসঙ্গে তাঁর সংযোজন, ওড়িশার দরিদ্র মানুষ, শ্রমিক, শ্রমিক শ্রেণী, ব্যবসায়ী ও কৃষক সমাজের অন্যান্য অংশের মানুষ আজকের উন্নয়ন প্রকল্পগুলির সুফল পাবেন। তিনি আরও বলেন, এর ফলে ওড়িশার যুবসম্প্রদায়ের জন্য হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।