বিমান নিয়ে সমস্যা মিটছেই না, যান্ত্রিক ত্রুটির কারণে উড়ল না একাধিক বিমান 

বিমান নিয়ে একের পর এক সমস্যা সামনে আসছে আহমেদাবাদের ঘটনার পর থেকেই। একটি নয়, সমস্যা ধরা পড়ছে একের পর এক বিমানে। আর এই গোলযোগের কারণে অনেক ফ্লাইট বাতিলও করা হয়েছে বা হচ্ছেও। শুধু তাই নয়, মাঝ আকাশেও বিমান বিভ্রাটের ঘটনাও সামনে আসছে। যার জ্বলন্ত প্রমাণ বৃহস্পতিবারের একাধিক ঘটনা।
দমদম বিমানবন্দরেও দুটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারেনি এদিন। সূত্রে খবর,বৃহস্পতিবার ভোর ৬ টা ৫৫ মিনিটে ১৫৫ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে শিলচরের উদ্দেশে রওনা দেবার জন্য। কিন্তু শুরুতেই বিপত্তি।  ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের দিকে যাওয়ার পথে পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানান  এয়ার ট্রাফিক কন্ট্রোলকে। এরপর বিমানটিকে ফের ট্যাক্সি বে ৪৮ এ পার্কিংয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।  এরপর ওই বিমানটিতে প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষাও করেন যাত্রীরা। এদিকে চলে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ।  পরে সেই বিমানটি শিলচরের উদ্দেশে রওনা দেয়।
সমস্যার এখানেই শেষ নয়। কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগো বিমানেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার জেরে রানওয়ে থেকে ফিরে আসে বিমান। সূত্রে খবর, আগরতলা উদ্দেশে ৬ই ৬০৬৮ ইন্ডিগো বিমানটি যাত্রীদের নিয়ে  রানওয়ে দিকে এগোনোর সময়, পাইলট এটিসি কে জানায় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে এটিসির সবুজ সংকেত দেওয়ার পরে রানওয়ে থেকে বিমান ঘুরিয়ে বে-তে আনা হয়। পরে বিমানটি যাত্রীদেরকে নিয়ে রওনা দেয় আগরতলার উদ্দেশে।
এর পাশাপাশি দিল্লি থেকে লেহ গামী ইন্ডিগোর ৬ ই ২০০৬ বিমানটিও দেখা যায় যান্ত্রিক গোলযোগ।  বিমানে ১৮০ জন যাত্রী ও ক্রু ছিলেন। লেহ-র উদ্দেশে রওনা দিতেই বিমানে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। এরপরই দ্রুত বিমান ঘুরিয়ে দিল্লিতে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়। এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই খবর।
অন্যদিকে, স্পাইসজেটের হায়দরাবাদ থেকে তিরুপতিগামী বিমানেও যান্ত্রিক গোলযোগ দেখা যায়। বিমান টেক অফের ১০ মিনিটের মধ্যেই নজরে আসে সমস্যা। এরপর দ্রুত বিমানটি ঘুরিয়ে ফের হায়দরাবাদেই অবতরণ করা হয়। ওই বিমানে ৮০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এদিকে সূত্রে খবর, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এবং একের পর এক বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। এই সিদ্ধান্তে জানানো হয়েছে, আগামী ২০ জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত  আন্তর্জাতিক ফ্লাইট ১৫ শতাংশ বন্ধ রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + six =

preload imagepreload image