ভোট গণনা পর্বের আগে আরও সক্রিয় রাজভবনের পিস রুম। রাজ্যপাল সিভি আনন্দ বোস এক ভিডিয়ো বার্তায় জানান, রাজভবনের পিসরুম ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে। কোথাও কোনও গোলমাল বা হিংসার ঘটনা ঘটলে, সেটা যাতে দ্রুত পিসরুমে ফোন করে জানানো হয়, বঙ্গবাসীর কাছে। কারণ, লোকসভা ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। ফলাফল প্রকাশের আগেই রাজ্যে হিংসার আশঙ্কা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আগেভাগে সকলকে সতর্ক করেন তিনি। একইসঙ্গে সোমবার সন্ধেয় সকলকে ভোটের ফলাফল মেনে নেওয়ার বার্তাও দেন। একইসঙ্গে সমাজবিরোধী ও গ্যাংস্টারের ফলাফলের সুযোগ নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন রাজ্যপাল। সঙ্গে এও বলেন, ‘যে কোনও ধরনের অশান্তি পাকানোর চেষ্টা হলে, তা রিয়েল টাইম বেসিসে রাজভবনের পিস রুমে জানান। রাজভবনের পিস রুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অশান্তি নির্মূল করতে রাজভবন প্রস্তুত রয়েছে।’
প্রসঙ্গত, অতীতে পঞ্চায়েত নির্বাচনে সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও হিংসার অভিযোগ উঠে এসেছিল। সেই সময়েও সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল রাজভবনের পিসরুমে। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যখনই কোনও অভিযোগ গিয়েছে রাজভবনে, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ-প্রশাসনকে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজভবনের পিসরুম থেকে। এবারের ভোট মোটের উপর শান্তিপূর্ণ হলেও শেষ দফার নির্বাচনে বেশ কিছু অশান্তির অভিযোগ উঠে এসেছে। তার মধ্যে অন্যতম হল সন্দেশখালির সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি।