মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়ার সঙ্গে শপথবাক্য পাঠ পরীক্ষার্থীদের

অভিনব উদ্যোগ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়ে শপথ বাক্য পাঠ করাবে স্কুল কর্তৃপক্ষ। এর পাশাপাশি সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে একসঙ্গে করে তাদের কী তাদের করা উচিত এবং কী নয় তা জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে। সূত্রে খবর, এমনই নির্দেশিক জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। প্রসঙ্গত, এতদিন এই প্রচার করা হতো টেস্ট পেপার বা ডিজিটাল মাধ্যমে। এবারে পরীক্ষার আগে প্রতিটি পরীক্ষার্থীদের অঙ্গীকারবদ্ধ করার নির্দেশ দিয়েছে পর্ষদ। যা করা হবে সরাসরি। যে স্কুলের ছাত্র – ছাত্রীরা মাধ্যমিক দিচ্ছেন তাদের এই শপথ বাক্য পাঠ করাবেন স্কুলের শিক্ষক- শিক্ষিকারা। শপথ বাক্যে কী কী উল্লেখ থাকবে তাও পাঠানো হয়েছে পর্ষদের তরফে। পরীক্ষা কেন্দ্রে অভিভাবক যেমন প্রবেশ করতে পারবে না তেমনি মোবাইল বা কোন ইলেকট্রনিক গেজেট নিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে তা উল্লেখ থাকছে শপথ বাক্যে।

এই প্রসঙ্গে পর্ষদের পক্ষ থেকে এক আধিকারিক জানান, ‘ এগুলো স্কুলগুলোকে পাঠানো হয়েছে। স্কুলগুলো কীভাবে পরীক্ষার্থীদের কাছে তুলে ধরবে সেটা স্কুল কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 8 =