মণিপুরে রওনা হলেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা

শনিবার মণিপুরে যাচ্ছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শনিবার সকাল ৯টা নাগাদ মণিপুর রওনা হন ২০ সদস্যের প্রতিনিধিদল। নিরাপত্তা সংক্রান্ত বিষয় মাথায় রেখে বিশেষ চপারে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী যাচ্ছেন মণিপুর সফরে। এছাড়া মোট ১৬ টি দলের ২০ জন প্রতিনিধি পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন। সংসদীয় প্রতিনিধি দল শনিবার ও রবিবার মণিপুরের হিংসা বিধ্বস্ত একাধিকএলাকা পরিদর্শন করবেন। কথা বলবেন কুকি ও মেইতেই গোষ্ঠীর বাসিন্দাদের সঙ্গে। এরপর রবিবার সকাল ১০টায় মণিপুরের রাজ্যপালের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দলটি। সেখানেই  পরিদর্শন নিয়ে একটি সংক্ষিপ্ত রিপোর্ট দেওয়ার কথা। এছাড়া রাজ্যপালের কাছে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা আরজি জানাতে পারেন, রাজ্যে স্থিতাবস্থা ফেরাতে পদক্ষেপ করুক রাজ্যপাল অনসূয়া উইকি। শনি ও রবিবার মণিপুর ঘুরে এসে তাঁরা রিপোর্ট জমা দিতে পারেন। সেই মতো জোটের মধ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সম্ভাবনা। এর আগে রাহুল গান্ধি মণিপুর পরিদর্শন করেন। তৃণমূল কংগ্রেসের চার সাংসদ মণিপুর পরিদর্শন করে রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করেন। সংসদের উভয় কক্ষেই ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা মণিপুর ইস্যুতে সরব হন। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধীরা৷ আনা হয়েছে অনাস্থা প্রস্তাব৷ এই দুই দিনের মণিপুর সফরের পরে সংসদে মণিপুর ইস্যুতে বিরোধীরা ঝাঁঝ আরও বাড়াতে পারেন বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 8 =