আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের স্বতঃস্ফূর্ত কর্মসূচি দেখেছিল কলকাতা থেকে জেলা শহর৷ মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে এবার আরও এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷
ই এম বাইপাসের পাটুলি থেকে বেলেঘাটা মোড় পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তায় মানব বন্ধন করলেন ডাক্তার, নার্স সহ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন পরিষেবা প্রদানকারীরা। তবে এই চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কয়েক হাজার পেশাদার এবং সাধারণ মানুষের এই মানব বন্ধন কর্মসূচিতে কোনও ভাবেই অবরুদ্ধ হয়নি ইএম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ রাস্তা৷
মিটিং, মিছিলের শহর কলকাতায় আরজি কর কাণ্ডে অসংখ্য প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে৷ তার জেরে যান চলাচলও ব্যাহত হয়েছে৷ সোমবার থেকে প্রায় ২২ ঘণ্টা ধরে বি বি গাঙ্গুলি স্ট্রিট অবরুদ্ধ করে রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ এদিনের এই মানব বন্ধন কর্মসূচিতে আরজি কর হাসপাতালের বহু প্রাক্তনী উপস্থিত ছিলেন৷ অনেকের হাতে ছিল জাতীয় পতাকা৷ তবে কোনও রাজনীতির ছোঁয়াচ এড়িয়ে আরও এক জোরাল প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা৷