আরজি করের ঘটনায় প্রশ্ন উঠল হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় তৈরি হল বেশ কিছু প্রশ্ন। এদিকে এই মেডিক্যাল কলেজে রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়ার সুযোগ পান। দূর থেকে রোগীরা এই হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। কিন্তু শুক্রবার সকালে সেই হাসপাতালে যে অবস্থায় একজন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হল, তাতে মহিলা নিরাপত্তা এক বড় প্রশ্নচিহ্নের মুখে। প্রশ্ন উঠে গেছে, কলকাতা শহরের বুকে একটি সরকারি হাসপাতালে একজন মহিলা চিকিৎসকের পক্ষে নাইট ডিউটি করা কতটা ঝুঁকির তা নিয়েও। সঙ্গে এটাও ঠিক যে, হাসপাতালের ঘেরাটোপে রেখেও এবার কতটা নিশ্চিন্ত থাকতে পারবেন বাবা-মায়েরা?

এদিকে শুক্রবারের ঘটনার পর হাসপাতালে পরিস্থিতি নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুলছেন মহিলা চিকিৎসকেরা। একইসঙ্গে শুক্রবার চেস্ট মেডিসিন বিভাগের ওই জুনিয়র ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে পথে নেমে মৃতার সহকর্মীরা জানান ‘হাসপাতালে কোনও নিরাপত্তা নেই। রোগীর বাড়ির লোক, কখন ঢুকছে, কখন বেরচ্ছে, কোথায় যাচ্ছে, তার ওপর নেই কোনও নজরদারি।’

সরকারি হাসপাতালগুলিতে রোগীর ভিড় ঠিক কেমন হয়, সেই ছবি অনেকেরই জানা। বিশেষত এমার্জেন্সিতে রোগীদের আসা-যাওয়া লেগেই থাকে। মহিলা জুনিয়র ডাক্তারের দাবি, রোগীর বাড়ির লোকের আসা-যাওয়ার কোনও সময় নির্ধারণ করা নেই। তিনি বলেন, ‘ট্রমা কেয়ারে যখন হঠাৎ কোনও রোগী আসেন, তখন তাঁর সঙ্গে ১০ জন বা ২০ জন লোক থাকেন। অনেক সময়ই তাঁরা মদ খেয়ে আসেন। আমরা পিজিটি-রা তখন ডিউটিতে থাকি। অনেকবার ডেকেও পুলিশকে পাওয়া যায়নি।’

অন্যদিকে, তদন্ত কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন মৃতার সহকর্মীরা। তাঁদের দাবি, সকাল থেকে প্রিন্সিপ্যালের দেখা পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =