আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পৌষ সংক্রান্তির আগেই ফের একবার বদলাবে বাংলার আবহাওয়া। সপ্তাহের শুরুতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহের শেষ লগ্নে তীব্র শীতে কাবু হতে চলেছে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা নামার সম্ভাবনা। সঙ্গে এও জানানো হয়েছে, শুক্র ও শনিবারে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে অনুমান। ঠাণ্ডার এই স্পেল থাকবে ৪-৫ দিন। ঠাণ্ডার প্রথম স্পেল ছিল ডিসেম্বরে ১০ দিন। এবার বুধ-বৃহস্পতিবার নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা পাস হওয়ার সময়ে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা।
এরই পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, সকালে কুয়াশা দিনভর আংশিক মেঘলা আকাশ অথবা মেঘলা আকাশে শীতল দিনের মতো পরিস্থিতি কয়েক জেলায়। পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কোথাও সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় একই রকম থাকবে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে। ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে খুব সকালে। বিহার সংলগ্ন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা। অন্যদিকে আগামী ৪৮ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এ। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।