রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন বিভাগের সচিব বিবেক কুমারকে সম্প্রতি নোটিশ পাঠিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু, তা গ্রহণ করতে অস্বীকার করেন তিনি। কারণ নোটিশে ‘ভিভেক’-এর পরিবর্তে ‘বিবেক’ লেখা হয়। আর এই ‘ব’ এবং ‘ভ’-এর তফাৎ থাকায় নোটিশ নিতে অস্বীকার করেন রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন বিভাগের সচিব। তাঁর যুক্তি, বিবেক শব্দটি উচ্চারিত হয় ঠোঁট থেকে আর ভিভেক শব্দটি আসে হৃদয় থেকে। তাই নামের বানানের এই ত্রুটির জন্য সচিব আদালতের এই নোটিশ নিতে অস্বীকার করেন। এদিকে আদালত অবমাননার মামলায় এক সচিবের এমন যুক্তি শুনে তেলে কার্যত ক্ষোভ প্রকাশ করে আদালত। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলাটি ওঠে। সেখানে এই যুক্তি শুনে রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি এদিন বিরক্তির সঙ্গে বলেন, ‘তাঁর বিরদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। তারপরে দেখব কোন শব্দ হৃদয় থেকে বার হয়, আর কোনটা ঠোঁট থেকে।’
প্রসঙ্গত, আদালতের একের পর এক নির্দেশ কার্যকর না করায় তলব করা হয়েছিল ওই সচিবকে। কিন্তু, তাঁর আচরণকে ঔদ্ধত্য হিসেবেই দেখছে হাইকোর্ট। ওই সচিবের বিরুদ্ধে রায় লিখে বিধাননগর সিটি পুলিশকে নির্দেশ দেওয়া হয়, আগামী সোমবার তাঁকে বেলা সাড়ে দশটায় এজলাসে হাজির করতে হবে। রাজ্যের আইনজীবী বারংবার আবেদন করেছিলেন যাতে এই নির্দেশ না দেওয়া হয়। বিষয়টি নিয়ে একাধিকবার আবেদন করেন তিনি।