লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্নোত্তর ও স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। এরপরই শুক্রবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। রাজ্য সরকারের তরফ থেকে এদিন পরিসংখ্যান তুলে ধরে জানানো হয় এখনও অবধি ২ কোটি ১৬ লক্ষ জন সুবিধা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের।
একইসঙ্গে জানানো হয়, লক্ষ্মীর ভাণ্ডারের জয়েন্ট অ্যাকাউন্ট থাকায় অনেক আবেদন বাতিল হয়। একক অ্যাকাউন্ট করলেই এই সমস্যা থাকবে না। তিন লাখ ১৬ হাজার ৭২৭ জন সুবিধাভোগীর বার্ধক্য ভাতায় বদল হয়েছেন বলেও জানান মন্ত্রী শশী পাঁজা।
এই প্রসঙ্গে অশোক দিন্দা প্রশ্ন তোলেন, ‘ভিন রাজ্যে তৃণমূল কংগ্রেস বেশি টাকা দেওয়ার কথা বলে, এখানে নয় কেন?’ উত্তরে শশী পাঁজা বিজেপি বিধায়কের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান, ‘তার মানে স্বীকার করছেন লক্ষ্মীর ভাণ্ডার ভাল? আর এই প্রকল্প বিজেপি শাসিত রাজ্য কপি করছে।’ এরপরেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে স্লোগান আর পাল্টা স্লোগানে অধিবেশন মুলতুবি হয়ে যায়।