পার্থ রায়
সামান্য বৃষ্টি। কিন্তু তাতেই জল জমে ভয়াবহ অবস্থা ট্যাংরা এলাকার ৫৮ নম্বর ওয়ার্ডে। বাড়ির ভিতরে নোংরা জল ঢুকে বিপর্যস্ত জনজীবন। অভিযোগ, খাওয়ার জলের কলের ভিতরে নোংরা জল ঢুকে সেখান থেকে বেরাচ্ছে পোকা। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
এলাকাবাসীরা জানান, ‘জল এক সপ্তাহ হয়েছে জমে রয়েছে। পুরসভায় বলেও কোনও কাজ হয় না। অভিযোগ করেও সুরাহা হচ্ছে না।’ একইসঙ্গে রয়েছে পানীয় জলের সমস্যাও। এলাকার জমে থাকা নোংরা জল ঢুকে পড়ছে কলের ভিতরে। সেই জলই পান করতে হচ্ছে।
একইসঙ্গে স্থানীয়রা এও জানান, ডিউটি যেতে পারছেন না অনেকেই। পানীয় জল দিতে বলা হলেও তা দেওয়া হচ্ছে না। চার-পাঁচদিন হয়ে গেল। দেখে চলে যাচ্ছে। আর এই প্রসঙ্গেই স্থানীয়দের ক্ষোভ নির্বাচনের আগে হাতজোড় করে ভোট চাইতে আসে। এদিকে এই ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহাও জানান, ‘গিয়েছিলাম ওইখানে। একটু বৃষ্টিতেই জল জমে যায়। সারা বছর কাজ হয়। হঠাৎ করে বিনা বৃষ্টিতে জল জমে। আমরা পুরসভার কর্মীদের পাঠাই। আমরা পাম্প বাসানোর কাজ করছি।’