২১ জুলাইয়ের মঞ্চ থেকে ফের উঠল স্লোাগন ‘খেলা হবে’

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আবার উঠল স্লোগান ‘খেলা হবে’। তবে এর প্রেক্ষিত বড়ই আলাদা। এদিন এক বিরাট কর্মসংস্থানের বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শোনা গেল সেই ‘খেলা হবে’-র স্লোগান। ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই দাবি করে সরব হতে দেখা গেছে তৃণমূল সুপ্রিমো মমতাকে। তবে টাকা না দিলেও গরিব মানুষের কথা ভেবে বাংলা নিজের অর্থে ১০০ দিনের মতোই কোনও এক প্রকল্প শুরু করবে, এমনটাই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমোকে বলতে শোনা যায়, ‘১০০ দিন না হোক ৪০-৪৫ দিন কাজ করাতেই পারি। আমরা বাংলার টাকায় নিজেদের ১০০ দিনের কর্মসূচি শুরু করার কথা ভাবছি। এর নাম দেব খেলা হবে। এতে কর্মসৃষ্টি হবে। বাংলার গরিব মানুষদের কথা ভেবে এই উদ্যোগ।’ অর্থাৎ ১০০ ধাঁচে বাংলাতেও এবার নতুন উদ্যোগ নেওয়ার কথা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার তা স্পষ্ট।

শুধু তাই নয়, ‘বাংলার প্রাপ্য আদায়ে’ দিল্লির রাজপথে গিয়ে লড়াই হবে এই বার্তা এদিন আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই আন্দোলনের রূপরেখাও একুশের মঞ্চ থেকে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে দিল্লি চলো কর্মসূচি নেওয়া হবে। আমিও দিল্লিতে যাব। বাংলাকে তার প্রাপ্য অর্থ দিতেই হবে।’ এরপরই তৃণমূল সুপ্রিমোর বক্তব্য রাখার সময়েও এই একই সুর অনুরণিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও। বলেন, ‘বাংলা থেকে জিএসটি ট্যাক্স বাবদ টাকা নিয়ে যায় কেন্দ্র। কিন্তু, বাংলার মানুষকেই বঞ্চিত হতে হচ্ছে। এই বঞ্চনা কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয়। এই নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 15 =