বিশেষ অধিবেশনের জন্য প্রয়োজন হচ্ছে না রাজ্যপালের অনুমতির, জানাল রাজ্য

আগামী সোমবার থেকেই দুদিনের জন্য রাজ্য বিধানসভায় বসতে চলেছে বিশেষ অধিবেশন৷ সূত্রের খবর, আগামী সোমবার, ২ সেপ্টেম্বর দুপুর দু’টোয় সোমবার বসবে অধিবেশন। যদিও সেদিন শোকপ্রস্তাব পাঠ করেই শেষ হবে।

এরপরে, মঙ্গলবার বেলা ১১টায় বসবে অধিবেশন। ওই দিনই ধর্ষণ এবং নারী নির্যাতন সংক্রান্ত রাজ্য সরকারের বিশেষ বিল পেশ করা হবে বিধানসভায়। হবে আলোচনা। সঙ্গে এও জানা যাচ্ছে, বিধানসভার এই বিশেষ অধিবেশন ডাকতে রাজ্যপালের অনুমতির প্রয়োজন হবে না। আর তা জানানো হয়েছে রাজ্যের তরফে।

গত বুধবার, তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের অপরাধের দ্রুত বিচার ও ফাঁসির সাজায় নয়া বিল আনবে রাজ্য৷ আগামী মাসের শুরুতেই বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ করা এই বিল। মঞ্চে ঘোষণার পরেই মন্ত্রিসভার বৈঠকেও গৃহীত হয় এই সিদ্ধান্ত৷

যদিও এই বিলের তীব্র বিরোধিতা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আরও এক ধাপ এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাত্রসমাজকে আহ্বান জানান, ওই দিন কালীঘাট, নবান্ন এবং লালবাজারে পতাকা ছাড়াই ত্রিমুখী অভিযান করুক তাঁরা। এই প্রসঙ্গে শুভেন্দু এও বলেন, ‘লালবাজার, কালীঘাট, নবান্ন অভিযান পতাকা ছাড়া একদিনে করুন। মুখ্যমন্ত্রী অধিবেশন ডাকার কে? ছাত্র সমাজকে বলব বিধানসভার অধিবেশনের দিন ওই দিন বিধানসভা অভিযান করুন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =