মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্য বিজেপি সভাপতি

হাসপাতালে মিঠুন চক্রবর্তী ভর্তি হওয়ার পর রবিবার তাঁকে দেখতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাসপাতাল সূত্রে খবর, বেডে বসেই সুকান্তর সঙ্গে এদিন কথা বলেন মিঠুন। এদিকে শনিবারই তাঁকে দেখতে যান সোহম চক্রবর্তী, দেব, রাজ চক্রবর্তীর মতো তারকারা। তাৎপর্যপূর্ণভাবে এদিন তাঁকে যাঁরা দেখতে গিয়েছিলেন সকলেই তৃণমূলের তারকা-জনপ্রতিনিধিও। যে দল এক সময় মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভায় সাংসদ হিসাবে পাঠিয়েছিল। যদিও একুশের বিধানসভা ভোটের আগে মিঠুন শিবির বদলান। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।ভোটে সেবার বিজেপির প্রার্থীদের হয়ে জোরাল প্রচারও করেছিলেন মিঠুন। এদিকে ২০২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্তদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে মিঠুনের জায়গা হয়নি। যা নিয়ে বেশ চর্চা শুরু হয়। এরমধ্যে আবার শনিবার মিঠুন অসুস্থ হওয়ার পর বিজেপির কাউকে হাসপাতালে দেখা যায়নি। যদিও রবিবার দেখা গেল সুকান্তকে।

এদিকে সূত্রের খবর, শারীরিক পরিস্থিতি নিয়ে কথা হয় তাঁদের। মিঠুন এদিন হাসতে হাসতেই বলেন, শনিবারও শুটিংটা করতে পারলে ভাল হত। প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ‘ডিস্কো ডান্সার’ থেকে ভারতীয় সিনেপ্রেমীদের ‘মহাগুরু’ তিনি। শনিবার সেই মিঠুন অসুস্থ হয়ে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। ৭৩ বছর বয়সি এই অভিনেতার ব্রেনস্ট্রোক হয়েছে বলে হাসপাতালের তরফে শনিবার বিবৃতি দিয়ে জানানো হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ইস্কিমিক সেরিব্রোভাসকিউলার অ্যাক্সিডেন্ট। তাঁর মস্তিষ্কের এমআরআই করা হয়। গঠিত হয় মেডিক্যাল টিম। বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + six =