মিড ডে মিলে চলতি বছরের মার্চ পর্যন্ত সপ্তাহে আরও দু-দিন পাতে গোটা ডিম দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। আপাতত স্কুল পড়ুয়াদের খাবারের সঙ্গে সপ্তাহে একদিন করে গোটা ডিম মিড ডে মিলে রান্না করে দেওয়া হয়। তবে এবার পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পুষ্টি হিসেবে এই অতিরিক্ত ডিম দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
মিড ডে মিল কর্মসূচিতে বরাদ্দ অর্থের একটি অংশ খরচ না হওয়ায় রাজ্য সরকার বছর শেষে সাপ্লিমেন্টারি পুষ্টির নামে সপ্তাহের অতিরিক্ত দু’দিন করে গোটা ডিম রান্না করা খাবারের সঙ্গে পড়ুয়াদের দেওয়ার সিদ্ধান্ত নিল। বিভিন্ন জেলার জেলাশাসকদের পাশাপাশি মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরও জানিয়ে দেওয়া হয়।
এরই পাশাপাশি এও জানা গেছে, প্রতিটি ডিমের দাম পড়বে ৮ টাকা। রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ জন পড়ুয়া এই সুবিধা পাবেন। সপ্তাহে দু’দিন করে অতিরিক্ত গোটা ডিম শিশু পড়ুয়াদের খাওয়াতে খরচ পড়বে ৭৫ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার টাকা।