বেসরকারি স্কুলে ফি-বৃদ্ধি রুখতে বিল আনছে রাজ্য সরকার

বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি রুখতে বিল আনছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় এমনটাই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেসরকারি স্কুলের ব্যয়বৃদ্ধি ইস্যুতে গঠন করা হবে নতুন কমিশনও। বেসরকারি স্কুলের হঠাৎ হঠাৎ মাইনে বৃদ্ধির কারণে প্রবল অসুবিধায় পড়তে হয় অভিভাবকদের। এই সমস‍্যা সমাধানেই বিশেষ বিল আনতে চলেছে রাজ‍্য সরকার। মূলত মধ‍্যবিত্ত অভিভাবকদের সমস‍্যার কথা মাথায় রেখেই এই বিলের পরিকল্পনা রাজ‍্য শিক্ষা দফতেরর। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে আলোচনার পরেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা দফতর, তাও এদিন জানান শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু। সূত্রের খবর, প্রয়োজনে স্বাস্থ্য কমিশনের ধাঁচে একটি কমিশন গঠন করা হতে পারে।

মঙ্গলবার বিধানসভায় বিজেপি এক বিধায়কের বেসরকারি স্কুলকেন্দ্রীক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বেসরকারি স্কুলগুলোতে যেভাবে ফি বৃদ্ধি হচ্ছে, তাছাড়াও অভিভাবকদের তরফ থেকেও নানা অভিযোগ জমা পড়েছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু জানান, ‘অনেক মধ্যবিত্ত অভিভাবকের সমস্যা হয় বেতন বৃদ্ধি হঠাৎ করে বেসরকারি স্কুলে হলে। এই বিষয়ে আমরা একটা বিল আনতে চাই। প্রশাসনের সর্বোচ্চ স্তরে এই নিয়ে কথা বলতে চাই। প্রাথমিক খসড়া আমরা প্রস্তুত করছি। সকলের একটা মাসের হিসাব থাকে। সেটা বুঝতে হবে। তাও এই সিদ্ধান্ত নিতে আমরা আগ্রহী। এর পাশাপাশি পড়ুয়াদের ওপর অত্যাধিক চাপ যেমন রয়েছে, স্কুলভবনগুলোর বেহাল দশা নিয়েও অভিযোগ জমা পড়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই রাজ্য সরকার একটা কমিশন তৈরি করছে।’ একইসঙ্গে তিনি এও জানান, একাধিক অভিযোগ তাঁদের কাছেও জমা পড়েছে, তাঁরা সেগুলো খতিয়েও দেখেছেন। কিন্তু সব সময়ে সব সমস্যার সমাধান তৎক্ষণাৎ করা যায় না। সেই জায়গা থেকেই এই বিল আনার প্রয়োজনীয়তা রয়েছে।

সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের উত্‍কর্ষ, পড়াশোনার মান খুবই গুরুত্বপূর্ণ বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘সিবিএসই হোক বা আইসিএসই, অনেক কৃতি ছাত্র বেরিয়ে আসে বেসরকারি স্কুলগুলি থেকে। তাই বেসরকারির স্কুলের কৃতিত্বকে আমি কখনওই অস্বীকার করি না। আমি মনে করি সরকারি এবং বেসরকারি এই দুয়ে একটা সমন্বয় থাকা দরকার।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই শিক্ষাব্যবস্থা নিয়ে রাজ্যকে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু একটি বিশেষ মামলার পর্যবেক্ষণে জানান, গত কয়েক মাসে হাইকোর্টে রাজ্যের একাধিক বেসরকারি স্কুলের অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি নিয়ে একাধিক অভিযোগ এসেছে। তারই ভিত্তিতে তিনি জানান, অনেক ক্ষেত্রে ‘চার্জ’ নামে যে ফি বৃদ্ধি হচ্ছে,  সেটা অন্যায্য। সঙ্গে এ প্রশ্নও তোলেন, এটার ওপর কি নিয়ন্ত্রণ থাকবে না? রাজ্য়কে ‘রাজস্থান মডেল’ও চালু করার পরামর্শ দিয়েছিলেন বিচারপতি। তারপরই রাজ্যের এমন বড় পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =