চিকিত্সা ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার লক্ষ্যেই নতুন নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য স্বাস্থ্য কমিশন বা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিসমেন্ট রেগুলেটারি কমিশন। সূত্রে খবর, রাজ্যের প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের ক্ষেত্রেই জারি করা হবে এই বিশেষ নির্দেশিকা। রোগীর শারীরিক অবস্থার বিবরণ থেকে চিকিত্সার বিল, একাধিক বিষয়ে জানাতে হবে রোগীর পরিবারকে, এমনটাই জানানো হয়েছে এই নির্দেশিকায়।
রাজ্য স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এই নির্দেশিকা অনুযায়ী, কম আশঙ্কাজনক রোগীর শারীরিক অবস্থার বিবরণ প্রত্যেক একদিন অন্তর জানাতে হবে রোগীর পরিবারকে। রাজ্যের প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের ক্ষেত্রেও জারি হয়েছে এই নির্দেশিকা। একইসঙ্গে কী চিকিৎসা হল, কী ওষুধ প্রয়োগ হল, কোন কোন ডাক্তার দেখেছেন সমস্ত বিস্তারিত বিবরণ তাও প্রত্যেকদিন জানানোর কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। যা রোগীর পরিবারের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ই-মেইল আইডিতে পাঠাতে হবে। প্রত্যেক দিনের রোগীর চিকিৎসায় কত টাকা বিল হয়েছে এবং কোন কোন খাতে বিল হয়েছে, তাও জানাতে হবে রোগীর পরিবারকে। রোগীর পরিবার এবং বেসরকারি হাসপাতালে মধ্যে স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই নির্দেশিকা বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন। রোগীর পরিবারকে নিয়মিত কাউন্সিলিং করার জন্যই এই সিদ্ধান্ত।