কলকাতায় ট্রাম বন্ধ করার ঘটনায় আদালতের নির্দেশে অস্বস্তিতে রাজ্য

কলকাতায় ট্রাম বন্ধ করার ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে বড় অস্বস্তিতে রাজ্য সরকার। কারণ, কলকাতা শহরে ট্রাম বন্ধ করে দেওয়া হবে বেশ কয়েক মাসে খবরটা সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে কলকাতার নাগরিক মহলে। শহরের ঐতিহ্যবাহী এই পরিবহণ মাধ্যম চালু রাখার দাবিতে সমাজের প্রায় সর্বস্তর থেকে উঠতে থাকে আওয়াজ। এবার ট্রাম লাইন বুজিয়ে ফেলা বন্ধ করতে নয়া নির্দেশ দিতে দেখা গেল কলকাতা হাইকোর্টকে। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, অবিলম্বে ট্রাম লাইন বুজিয়ে ফেলা বন্ধ করতে হবে। এই সংক্রান্ত ছবি-সহ রিপোর্ট রাজ্যের তরফে জমা করতে হবে আদালতে। সঙ্গে এও জানানো হয়, আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, উপরতলার হাত না থাকলে এইভাবে লাইন বুজিয়ে ফেলা যায় না।
ট্রাম যে রাজ্যের ঐতিহ্য তা এদিন বারবার বলতে শোনা যায় বিচারপতিকে। শুনানিতে তাঁর স্পষ্ট পর্যবেক্ষণ, ‘ট্রাম রাজ্যের ঐতিহ্য। তা তুলে দেওয়া খুব সহজ কাজ। কিন্তু, রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে। বহু দেশে ট্রাম চলে। কোথাও কোথাও রাস্তার একেবারে মাঝখান দিয়ে। রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন রাজ্যের ট্রাম বাঁচাতে।’ এরই পাশাপাশি দেন বেশ কয়েকটি নির্দেশও। সেখানে বলা হয়, যে জায়গাগুলি থেকে ট্রাম লাইন তুলে ফেলার অভিযোগ উঠেছে সেখানে তদন্ত করতে হবে কলকাতা পুলিশকে।
এদিকে এদিনই আবার ট্রাম সংরক্ষণে কমিটির রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে। তাতেই রাজ্যের তরফে দাবি করা হয়েছে, সমস্যা সমাধানের জন্য নিয়মিত বৈঠক চলছে। একইসঙ্গে এও জানানো হয়েছে ট্রাম লাইন বুজিয়ে ফেলার নির্দেশ রাজ্যের পরিবহণ দফতরের তরফে দেওয়া হয়নি। কিন্তু, তারপরেও ওই কাজ হল কী করে সেটাই ভাবাচ্ছে আদালতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =