নির্বাচন কমিশনের শর্ত মেনে জলপাইগুড়ির গৃহহারাদের অর্থ পাঠাল রাজ্য  

বহু টালবাহানার পর অবশেষে নির্বাচন কমিশনের শর্ত মেনেই জলপাইগুড়ির ঝড়ে বিপর্যস্তদের বাড়ি মেরামতির টাকা দিল বিপর্যয় মোকাবিলা দফতর। সূত্রে খবর, কমিশনের ৯-এর ‘এ’ নিয়ম মেনেই এই টাকা পাঠানো হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত ৬৩২ টি পরিবারের মধ্যে ৪৪০ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ২০ হাজার টাকা। তবে প্রশাসনের উদ্যোগে মাত্র এই কুড়ি হাজার টাকা করে পেলেও খুশি নন ক্ষতিগ্রস্তরা। তাঁরা জানিয়েছেন, ঘর তৈরির জন্য প্রয়োজন আরও টাকা। এই সামান্য টাকায় টিনের ছাউনি দেওয়া ঘরও তৈরি করা সম্ভব নয়।

প্রসঙ্গত, দিনকয়েক আগে কয়েকমুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তৃর্ণ এলাকা। রাতেই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত জেগে উদ্ধার কাজের ওপর নজরদারিও চালান তিনি।সঙ্গে এও বার্তা দিয়ে এসেছিলেন, ঘরহারাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। এদিকে শিয়রে লোকসভা নির্বাচন। ফলে  এই মুহূর্তে রাজ্যে জারি রয়েছে নির্বাচনী আচরণবিধি। তাই দুর্গতদের রাজ্য সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারে না। কমিশনের কাছে অনুমতি প্রয়োজন। কিন্তু সেই অনুমতি দেয়নি কমিশন। নির্বাচন কমিশন জানায়, রাজ্য আপাতত নতুন বাড়ি তৈরি করে দিতে পারবে না। তবে বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে। এরপরই অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার টাকা পাঠানো হয় রাজ্য সরকারের তরফ থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =