ভাঙা হল শেখ মুজিবের মূর্তি

অগ্নিগর্ভ বাংলাদেশ। জনগণের প্রতিরোধের মুখে মাথা নোয়াতে হল হাসিনা সরকারকে। ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়েছেন তিনি। অন্যদিকে গণভবনের দখল নিয়েছে আন্দোলনকারী জনগণ। স্থানীয় সূত্রে খবর, সেখানে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি। অসহযোগ আন্দোলনের জেরে রবিবার থেকেই অগ্নিগর্ভ ছিল বাংলাদেশ। দফায় দফায় সংঘর্ষ হয়। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকেও উত্তপ্ত বাংলাদেশ। জনরোষের মুখে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে বৈঠক করার পরই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। সেনা হেলিকপ্টারে চেপে দেশ ছাড়েন তিনি। সূত্রে খবর, ত্রিপুরার আগরতলায় এসেছেন তিনি। এদিকে, হাসিনার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই গণভবনের দখল নেয় বিক্ষুব্ধ জনতা। শয়ে শয়ে উল্লসিত মানুষকে গেট টপকে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকতে দেখা যায়। তাঁদের মুখে ছিল হাসিনার বিরোধী স্লোগান। এরপরই গণভবনের ভিতরে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ভাঙা হয় শেখ মুজিবর রহমানের মূর্তিও। এদিকে সেনা প্রধান জনগণকে শান্তি বজায় রাখতে অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =