ডিসেম্বরের অকাল-বৃষ্টির পর থেকেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছিল বাংলায়। কিন্তু গত কয়েকদিনে শীতের সেই দাপট আর টের পাওয়া যাচ্ছে না।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বড়দিনের আগেই শীতের দফারফা হতে চলছে। এদিকে বৃহস্পতিবার স্বাভাবিকের থেকে উপরে উঠে গেল রাতের তাপমাত্রা। কলকাতায় রাতের পারদ পৌঁছে গিয়েছে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। এরই পাশাপাশি আবহাওয়া দফতর থেকে এও জানানো হয়েছে, আগামী কয়েক দিনে আরও কিছুটা কমবে ঠান্ডা। কলকাতার পারদ চড়তে চড়তে পৌঁছে যেতে পারে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুধু শহর ও শহরতলির কথা নয়, ঠান্ডা কমতে শুরু করেছে জেলাগুলিতেও। শীতের এই ছন্দপতন সম্পর্কে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই শীতে ব্যাঘাত ঘটছে। তাপমাত্রার পারদ যদি বাড়তে থাকে, তাহলে বড়দিনের মজাটাই মাটি হতে পারে বলে মনে করছেন অনেকে।
আলিপুর আবহাওযা দফতর সূত্রে এও জানানো হয়েছে, শ্রীনিকেতনের তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, বাকুড়া ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া, ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান ১৪ ডিগ্রি সেলসিয়াস, মালদা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, দমদম ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।