উষ্ণ আবহেই বর্ষরণ, নববর্ষেও হেরফের হবে না তাপমাত্রা

কলকাতায় তাপমাত্রা হঠাৎ-ই যেন ঊর্ধ্বমুখী। বেলার দিকে রোদের তাপে কিছুটা গরমই লাগছে৷ ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তা হলে কী এ বারের মতো ঠাণ্ডা বিদায় নিল কি না তা নিয়েই৷ এদিকে আলিপুর আবহাওযা দফতর সূত্রে খবর, ২০২৩ সালে আর জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই বাংলায়। বড়দিনের মতোই হাওয়া থাকবে বর্ষবরণে। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলে ও আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। চার পাঁচ দিন এরকমই পরিস্থিতি থাকবে। কারণ, বাংলাদেশের দক্ষিণ ভাগে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বঙ্গোপসাগর উপকূল ঘেঁষে এই ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে পূবালি হাওয়ায় ভর করে। বাতাসে বাড়ছে জলীয় বাষ্প। আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়ায় থাকবে। জানুয়ারি মাসের তিন-চার তারিখ পর্যন্ত এই রকম আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতার পারদ এর নামতে এমনটাই ইঙ্গিত আবহাওয়া দফতরের। মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় স্বাভাবিকের চার ডিগ্রি সেলসিয়াসের উপরে রাতের তাপমাত্রা। তবে মঙ্গলবারের পর পারা পতনের সম্ভাবনা নতুন বছরে। জানুয়ারির প্রথম সপ্তাহেই ফের ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে, কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৪ থেকে ৯২ শতাংশ।শুক্রবার কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =