গৃহস্থ চুরি করতে এসে গৃহবধূর বুদ্ধির জোরে আটকা পড়ে গেল চোর। এরপর পুলিশ এসে একেবারে হাতে নাতে ধরে নিয়ে গেল থানায়। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে বেহালার সখের বাজারে।
স্থানীয় সূত্রে খবর, কাছেই একটি দোকান রয়েছে ওই পরিবারের। সেখানেই ছিলেন টুসি দাস নামে ওই গৃহবধূর স্বামী। ঘটনার কিছু সময় আগে তিনিও সেখানেই গিয়েছিলেন। ফেরার সময় দেখেন বাড়ির গেট একেবারে হাট করে খোলা। যা দেখে সন্দেহ হয় তাঁর। সঙ্গে সঙ্গে দোকান থেকে স্বামীকে ডেকে আনেন। এসেই দেখেন বাড়ির ভিতরে তখন গয়না, টাকা পয়সা হাতাতে ব্যস্ত চোর। বাইরে যে এত কিছু হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তাঁর। ততক্ষণে বুদ্ধি খাটিয়ে ওই গৃহবধূ বাড়ির বাইরে তালা লাগিয়ে দেন। চোর চোর চিৎকারও শুরু করে দেন। অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টাও করে চোর। তবে কোনও রাস্তা ছিল না পালানোর। এদিকে বাড়ির সামনেও জমেছে স্থানীয়দের ভিড়। সঙ্গে খবর চলে গিয়েছে ঠাকুরপুকুর থানায়।
ঘটনা প্রসঙ্গে গৃহবধূ টুসি দাস জানান,’বাড়িতে তখন ছিলাম না। সেই সুযোগেই চোরটা বাড়িতে ঢুকেছিল। বাড়ির সামনে এসে দেখি গেটটা পুরো খোলা রয়েছে। ঘটনা দেখেই আমি কাছেই আমাদের দোকানে যাই। ওখানে আমার স্বামী ছিল। ওকে ডেকে আনি। আমরা দু’জনে যখন আসি দেখি আমাদের ঘরে একজন ঢুকেছে। দেখা মাত্রই বাইরে থেকে তালা দিয়ে দিই। চোর চোর বলে দুজনেই চেঁচাতে শুরু করি। তা শুনেই প্রতিবেশীরা ছুটে আসে।’ এদিকে সূত্রে খবর, চোরকে ধরার সঙ্গে যে জিনিসপত্র সে হাতানোর চেষ্টা করেছিল সে সেগুলিও উদ্ধার করেছে পুলিশ।