বাংলাতেও মিলল করোনা আক্রান্তের হদিশ

বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১। ওমিক্রনের এই নতুন মিউটেশন কতটা উদ্বেগের কারণ হতে পারে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এদিকে এসবের মধ্যেই বাংলায় পাঁচ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। রাজ্যে বর্তমানে পাঁচ জন কোভিড পজ়িটিভ রয়েছেন। তাঁদের মধ্যে তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দু’জন রয়েছেন হোম আইসোলেশনে। যে তিনজন হাসপাতালে ভর্তি, তাদের মধ্যে একজন রয়েছে ৬ মাসের শিশুও। সূত্রে এ খবরও মিলছে যে, বিহারের বাসিন্দা ওই একরত্তি এখন ভর্তি রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। অপর দু’জন ভর্তি রয়েছে বেসরকারি হাসপাতালে। ওই দু’জনের হার্টের সমস্যা রয়েছে বলে জানা যাচ্ছে।

সম্প্রতি কেরলে করোনার গ্রাফ সামান্য উর্ধ্বমুখী হয়েছে। তাতে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য মন্ত্রকের কপালেও। কেন্দ্রের থেকে ইতিমধ্যেই কোভিড নিয়ে গাইডলাইন পাঠানো হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। নবান্নেও এসেছে স্বাস্থ্য মন্ত্রকের সেই চিঠি। এরপরই বুধবার বাংলার করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারা। বৈঠকে রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির উপর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। এরপরই কোভিডের উপর নজরদারি আরও বাড়ানো শুরু হয় রাজ্য জুড়ে। তাতেই পাঁচ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে, তাঁদের সোয়াবের নমুনা ইতিমধ্যেই জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছে বলে খবর। এদিকে স্বাস্থ্য দফতর সূত্রে, খবরবুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্যক্ষেত্রে মোট ১৯৩ জনের আরটিপিসিআর টেস্ট করানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 8 =