আগামী শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের মুখোমুখি হবেন চাকরিহারারা। উপস্থিত থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধিরাও। এদিকে সোমবার চাকরিহারাদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ২ মাস স্বেচ্ছাশ্রম দেওয়ার আর্জিও জানান তিনি। সূত্রের খবর, আগামী শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে থাকবে রাজ্যের ল সেলও। সেখানে চাকরিহারাদের পরামর্শ নেবে রাজ্য সরকার। কোন পথে আইনিভাবে চাকরি ফেরানো যায়, কী কী বিষয় আদালতে সওয়াল করার সময় উল্লেখ করা যায়, এই সব বিষয়ে পরামর্শ নেওয়া হবে বলে সূত্রের খবর।
গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় হওয়া সব চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৫ হাজার ৫৭২ জনের চাকরি বাতিল করা হয়েছে। ইতিমধ্য়েই সুপ্রিম কোর্টে নতুন আবেদন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার তারা রায়ের আংশিক পরিবর্তনের আবেদন জানায়। পর্ষদের দাবি, চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত শিক্ষকদের চাকরি বহাল রাখা হোক। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টে রায়ের পুনর্বিবেচনার আর্জি জানাবেন রাজ্য। রায়ের ব্যাখ্যাও চাওয়া হবে বলে জানান তিনি।