ফের শহরে বেপরোয়া মিনিবাসের বলি এক বৃদ্ধা। শুক্রবার মিনি বাসের ধাক্কা বড় বাজারে মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় গুরুতর জখম আরও চার পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানান, সত্যনারায়ন পার্কের কাছে পরপর চার পথচারীকে ধাক্কা মারে বাসটি। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বড় বাজার থানার পুলিশ। বড়বাজার থানার কর্মী আর আধিকারিকেরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আটক ঘাতক বাসের চালক ও খালাসি।
বড়বাজার থানা সূত্রে খবর, এদিনের এই পথঘটনায় মৃত্যু হয়েছে নাজু বিবি নামে বছর ষাটের এক মহিলার। তাঁর বাড়ি হাওড়ার সাঁকরাইলে। স্থানীয়রা জানান, এই পথদুর্ঘটনার পর দেহে প্রাণ ছিল নাজু বিবির। যদিও হাসপাতালে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত হয়েছেন বছর পঞ্চাশের কমলা দেবী। বাড়ি লেকটাউন। আহতদের তালিকায় রয়েছেন বছর ষাটের রমলা দেবীও। আহত হয়েছেন লিলুয়ার বছর তেষ্টট্টির নিশা মেহতা ও বছর একত্রিশের নিকিতা কেজরিওয়াল।
এই ঘটনায় কলকাতা মেডিকেল কলেজে দাঁড়িয়েই রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় এক মহিলাকে। সঙ্গে এও জানান, বড় বাজারে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিলেন। কিন্তু, রাস্তাতেই যে এই ঘটনা ঘটে যাবে ভাবতে পারেননি। তাঁর নাকে, মুখে ও হাতে গুরুতর চোট লেগেছে। সঙ্গে তিনি এও জানান, বাসটা সত্যনারায়ন পার্কের কাছে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা মারতে শুরু করে। এদিকে ঘটনার পর বেশ কিছু সময়ের জন্য ওই এলাকায় ব্যাপক যানজটও দেখতে পাওয়া যায়। যদিও পুলিশ কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করে।