ছটি বিধানসভা আসনের উপ নির্বাচন ঘোষণা হওয়ার পরই আইনশৃঙ্খলা নিয়ে অত্যন্ত সতর্ক নির্বাচন কমিশন। আর সেই কারণেই বুধবার পাঁচ জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সূত্রের খবর, বৈঠকে রাজ্য নির্বাচনী আধিকারিকের স্পষ্টবার্তা রাজনৈতিক দলগুলি কোনও অভিযোগ করলে উত্তর দেওয়ার ক্ষেত্রে অযথা সময় নষ্ট করা যাবে না। পাশাপাশি প্রতিদিনের আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট পাঠাতে হবে। সপ্তাহ ভিত্তিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।
জেলাশাসকদের উদ্দেশ্যে নির্বাচনী আধিকারিকের স্পষ্ট বার্তা, নমিনেশন পাওয়ার সময় দেখতে হবে যাতে কোনও ভুলভ্রান্তি না হয়। ইভিএম ভালো করে চেক করতে হবে। প্রয়োজনে একাধিকবার চেক করতে হবে। যে কোনও অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। স্পর্শকাতর বুথ ও অঞ্চল কী রয়েছে, সেগুলি চিহ্নিত করতে হবে। ছটি আসনের উপনির্বাচন ঘোষণা হওয়ার পরেই পাঁচ জেলার জেলাশাসকদের এমনই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।