৪ ডিসেম্বর থেকে শুরু সংসদে শীতকালীন অধিবেশন। ১৯ দিন ধরে চলবে অধিবেশন। নতুন সংসদ ভবনে ১৯ দিন ধরে চলবে অধিবেশন, তা আগেই জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি। এই প্রসঙ্গে প্রহ্লাদ যোশি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সংসদে শীতকালীন অধিবেশন ৪ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু করে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১০ দিনের মধ্যে ১৫টি সভা বসবে। অধিবেশন আইনসভার ব্যবসা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।’ সংসদের শীতকালীন অধিবেশনে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে আচার সংসহিতা চালু সংক্রান্ত বিল পেশ করার সম্ভবনা রয়েছে। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনার নিয়োগ সংক্রান্ত একটি বিলও পেশ করতে পারে মোদি সরকার। সংসদের বিশেষ অধিবেশনে ওই বিল পেশের কথা ছিল। সেই সময় বিরোধীদের তীব্র আপত্তিতে পেশ করা যায়নি ওই বিল। অন্যদিকে, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ নিয়ে মহুয়া ও এথিক্স কমিটির টানাপোড়েন অব্যাহত। তার মধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ। সংসদের স্পিকার ওম বিড়লার কাছে সুপারিশ করতে চলেছে সংসদের নীতি কমিটি। টাকা নিয়ে আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়ার বিরুদ্ধে ৫০০ পাতার রিপোর্ট তৈরি করা হয়।
তবে এখানে একটা কথা বলতেই হয়, এর আগে সেপ্টেম্বর মাসে বসেছিল লোকসভার বিশেষ অধিবেশন। সেই অধিবেশনে তোলা হয়েছিল মোট পাঁচটি বিল। তবে পাস হয়েছিল শুধুমাত্র নারী শক্তি বন্দন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিলটিই।বিশেষ অধিবেশনের আগে জল্পনা ছড়ায়, দেশের নাম থেকে ‘ইন্ডিয়া’ বাদ দিয়ে শুধুমাত্র ‘ভারত’ করা হবে। সরকার এই সংক্রান্ত একটি বিল আনতে পারে জল্পনা রটেছিল। আরও জল্পনা ছিল, ‘এক দেশ, এক নির্বাচন’ বিষয়েও একটি বিল পাস করা হতে পারে। তবে এখনও পর্যন্ত জল্পনাগুলির মধ্যে একটিও সত্য়ি হয়নি।