বেহালায় রাস্তাতেই মহিলা ও তাঁর বৃদ্ধা মায়ের ওপর হামলা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা তুলতে মহিলা ও তাঁর মা-কে লোক পাঠিয়ে রাস্তায় ঘিরে ধরে হুমকি দেওয়ার অভিযোগ। শুধু হুমকিই নয়, সাদা কাগজেও সই করতে জোর করা হয় তাঁকে। বেহালার এই ঘটনায় আতঙ্কে ওই মহিলা ও তাঁর পরিবার।

অভিযোগকারিণী মহিলার দাবি,বছর কয়েক আগে এক যুবকের বিরুদ্ধে ৩৭৬ এর মামলা করেছিলেন তিনি। সেই মামলায় গ্রেফতারও হয় অভিযুক্ত। জেলও খাটতে হয় তাঁকে। অভিযোগ, জেল থেকে বেরোনোর পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে ভয় দেখাতে শুরু করেন মহিলাকে।

অভিযোগকারিণীর দাবি, চলতি বছর জানুয়ারি মাসে অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয় তাঁকে। এরপর লিখিত ভাবে অ্যাসিড হামলার হুমকির অভিযোগ জানান মহিলা। এখানেই শেষ নয়, মহিলা যে স্কুলে শিক্ষকতা করেন, সেখানে গিয়েও ওই যুবক ভয় দেখায়। নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে। চাপে পড়ে স্কুলের চাকরি ছাড়তে বাধ্য হয় বলেই মহিলার দাবি। এর পাশাপাশি ছাড় পাচ্ছেন না তাঁর বৃদ্ধা মা-বাবাও। যে কারণে তাঁরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। এমনকী বাইরে বেরতেও ভয় পাচ্ছেন। মহিলার অভিযোগ, এই পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় কয়েকজন অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাঁদের উপর চড়াও হয়। আর ভিডিয়ো কলের মাধ্য়মে ওই সকল যুবকদের বিভিন্ন নির্দেশ দিতেও থাকে অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যার ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলার তরফে অভিযোগ জমা পড়েছে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে আশপাশের সিসিক্যমেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।

ওই মহিলা এও জানান, সোমবার ওই মহিলা তাঁর মাকে নিয়ে সান্ধ্য ভ্রমণে বের হন। হেঁটে যাওয়ার সময় অচেনা এক ছেলে এগিয়ে এসে বলে এই খালি কাগজে সই করে দিতে। তার প্রতিবাদ করলে শুরু হয় জোরাজুরি। এরপর ওই মহিলা লোকজন ডাকার হুমকিও দেন। তাতে ফল হয় উল্টো। তারপর দেখতে পান আরও তিনজন ছেলে এগিয়ে আসছে। ওরা ওঁনার মায়ের হাত-মুখ চেপে ধরে। ওই মহিলারও হাত-মুখ চেপে ধরে। তারপরও জোর করে হাতে পেন ধরিয়ে দেওয়া হয়। তারপরও সই করতে না চাওয়ায় ডানদিকের থাইয়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। আর যে ব্যক্তির বিরুদ্ধে প্রায় ছ-সাত বছর আগে মামলা করেছিলেন মহিলা সেই ব্যক্তি ভিডিয়ো কলে নির্দেশ দিচ্ছিল এই সব করার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =