আতস কাচের নিচে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত কমিটির কাজ

এবার আতস কাচের নিচে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত বিচারপতি দিলীপ শেঠ কমিটির কাজকর্ম। আদালত সূত্রে খবর, দিলীপ শেঠ কমিটির কাজকর্ম সম্পর্কে বিশদে জানতে অনুসন্ধান কমিটি বসানোর ইঙ্গিত মঙ্গলবার দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের নির্দেশে রোজভ্যালির ওই কমিটি তাদের কাজকর্ম, আর্থিক হিসাব সংক্রান্ত একটি রিপোর্ট দেয়। সেখানে দেখা যায়, গত ১০ বছরের আর্থিক হিসাবে কেন কোনও অডিট হয়নিআরএখানেইপ্রশ্নআদালতের।

একইসঙ্গে আদালতের নজরে পড়ে, বিচারপতি শেঠ কমিটি ২০১৫ সাল থেকে এত দিনে মাত্র ১০ লক্ষ টাকা অফিস চালাতে খরচ করেছে। চেয়ারম্যানের বেতন কে দিয়েছে, বিচারপতির এই প্রশ্নের জবাবে আইনজীবী জানান, চকোলেট গ্রুপ টাকা দিয়েছে। এই উত্তর শুনে কার্যত হতবাক ও বিরক্ত বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। এরই প্রেক্ষিতে আদালত এ প্রশ্নও করে, ‘হাইকোর্টের কোন নির্দেশে ওই কমিটি চকোলেট গ্রুপ নামে একটা সংস্থাকে এর ভিতরে ঢুকিয়েছে? যার কোনও অস্তিত্বই নেই। কমিটির কাজকর্ম নিয়ে অনুসন্ধান কমিটি করতে হবে। তার আগে এই রিপোর্ট আমরা ভালো ভাবে পড়ব।প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রোজভ্যালির হোটেলগুলো বিক্রি না করে আমানত কারীদের টাকা না মিটিয়ে ওই কমিটি চকোলেট গ্রুপকে দিয়ে তার ব্যবসা করানো নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

এরপই বিচারপতি এদিন এ প্রশ্নও করেন, হাইকোর্ট নিযুক্ত বিচারপতির কমিটি কীভাবে আন অডিটেড রিপোর্ট দেয়? কেন অডিট করা হয়নি?’ হাইকোর্টের নির্দেশ, আদালতকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তার কপি মামলার সব পক্ষকে দিতে হবে।  এক্ষেত্রে বিচারপতি এও জানান, মানুষ দেখুকজানুক কী চলছে!’ এদিকে আদালত সূত্রে খবর, আগামী বুধবার এই নিয়ে ইডির জবাব শুনবে আদালত। এদিন চকোলেট গ্রুপের তরফে আইনজীবী হাজির হলেও, তাঁকে আগামীদিনে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + fourteen =