আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু হল যুবকের

ফের কাঠগড়ায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আরজি কর কাণ্ডের আন্দোলনের জেরে ডাক্তার অমিল হাসপাতালে! তারই জেরে বিনা চিকিত্‍সায় প্রাণ গেল ২৪ বছরের এক যুবকের। এই ঘটনায় ‘পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক’, আর্জি মৃতের পরিবারের।

সূত্রে খবর, হুগলির কোন্নগরে দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবক। একটা নয়, দুই পায়ের উপর দিয়ে চলে যায় লরি! গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুরের হাসপাতালে। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। ঘড়িতে তখন ৯টা। আজ, শুক্রবার সকালে ওই যুবককে নিয়ে আরজি করে পৌছন পরিবারের লোকেরা। পরিবারের লোকেদের অভিযোগ, একবার আউটডোর আর এক ইমারজেন্সি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। কিন্তু ভর্তি নেওয়া তো দূর, সকাল ৯ থেকে বেলা ১২ টা পর্যন্ত পায়ে ব্যান্ডেজ বেঁধে ফেলা রাখা হয় রোগীকে। কোনও চিকিত্‍সা করা হয়নি। এরপর হাসপাতালের তরফে জানানো হয়, ‘ডাক্তার নেই। রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যান’। ততক্ষণে প্রবল রক্ত ক্ষরণে ঝিমিয়ে পড়েন ওই যুবক। শেষপর্যন্ত বেলা ১২টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + sixteen =